আচ্ছা ঐ মানিব্যাগটাও কি বুঝতে পারে?
খবর রাখে কি হচ্ছে আর কি হবে?
মানিব্যাগ টাও যে নীরব সাক্ষী হয়তো সয়ে যাবে খুব গোপনে!
মালিক আমার খুব লুকিয়ে হতাশায় ঘেরা নোংরা দেশে,
মদ-গাজা আর ভালোবাসায় পচে যাচ্ছে দিন দুপুরে!
আচ্ছা ঐ মানিব্যাগটাও কি বুঝতে পারে?
ঐ যে আমার পোশাক ঝুলে ওর কি মন খারাপ করে?
ডুবে থাকে?অন্য ধ্যানে?অন্য আমির খোঁজে সংগোপনে?
ও ও কি দ্যাখে নিজ নয়নে?শুনতে পায় নিজ কানে?
আচ্ছা পোশাক কি শুকতে পারে?তাহলে তো এই সেরেছে!
আমায় কি সে খারাপ?নেশাগ্রস্ত মাতাল বলে?
আচ্ছা ঐ পোশাকগুলো কি বুঝতে পারে?
আচ্ছা আমার সানগ্লাস তো খুব চালাক-চতুর ,
চোখ যে মনের কথা বলে,তাও কি সে বুঝতে পারে?
তার ও বোধহয় চোখ রয়েছে,চোখের ভাষা বুঝতে পারে!
সে ও আমায় বোকা ভাবে,হয়তো মুখ লুকিয়ে মুচকি হাঁসে
হৃদয়ে আমার ক্ষয় ধরেছে তাও কালো ঠোঁটের কোণে হাঁসি থাকে!
আচ্ছা ঐ সানগ্লাসটাও কি বুঝতে পারে?
মোবাইল আমার খুব ডিজিটাল কালের বিবর্তনে খুব এগিয়ে,
সে বোধহয় চুরি ধরতে পারে,কি বলতে চাই আর কি বলছি পাশ কাটিয়ে!
তা সে বলতে পারে!মুঠোফোনের ওপাশটাতে সত্যি কি সে বলে দেবে?
নাকি নিজের কাছে রেখে দেবে ফুলে ফেঁপে থাকবে অভিমানে?
মনের কথা সে নিশ্চয়ই জানে,একাকিত্তের সাক্ষী যে সে!
আচ্ছা ঐ মোবাইলটাও কি বুঝতে পারে?
0 comments:
Post a Comment