বাবা,শোন তুই বড্ড সাধারণ হবি,
পৃথিবী,সমাজ,মানুষ তোরে অসাধারণের দিকে ঠেলে দিবে;
কিন্তু,তুই হবি সাধারণ,বড্ড সাধারণ,
তোরে আমি খুব লুকিয়ে রাখবো
অযত্নে,অবহেলায় ডুবিয়ে রাখবো
অশান্তি,চিন্তা’মাখা ভুবনে আটকে রাখবো
অসাধারণ পৃথিবী থেকে দুরেই থাকবি,তুই সাধারণ হবি।
পৃথিবী তোর প্রথম কান্নার শব্দ আমি চার-দেয়ালে বদ্ধ রাখবো,
তুই যখন হাঁসতে শিখবি!সেই হাঁসির কিরণ আমি ঢেকে রাখবো,
চঞ্চল পৃথিবী থেকে সময় বের করে তোকে আমি আঁকড়ে ধরবো,
সবাই যখন অসাধারণের পিছনে ছুটতে ক্লান্ত!
তখন তুই সময় স্রোতের বিপরীতে নিজেকে রাখবি খুব শান্ত!
বাবা শোন,তোরে আমি খুব আল্লাদে সাধারণ দেখবো,
তুই গভীর ছন্দে প্রানের চাষ করে যাবি তোর ভালবাসা পল্লীতে,
চিন্তার দণ্ডে,প্রান উৎপাদনের এত্ত আয়োজন বৃথা যাবে নাহ তোর জীবনে,
বাপ আমার!তুই হবি সেই সাধারণ জ্ঞান,যার প্রয়োজন প্রচণ্ড এই বাস্তব পৃথিবীতে!!!
তোর পৃথিবীতে অন্য শাষণ নিষিদ্ধ করবি,
একাকীত্ব আসবে,আসবে অন্ধকার,
তুই নিজের আলোয় আলকিত হবি,
বাবা,শোন তুই অনেক সাধারণ হবি,
এরপর একদিন তুই শায়িত হবি শান্ত ঘুমে,
তোর মৃত্যুতে খবর হবে না,মানব মিছিল আসবে না,
শোক সভা কিংবা স্মৃতিচারণ হবে না,
কারণ তুই সাধারণ,পৃথিবীর মায়া তোকে ছুঁতে পারবে নাহ!
বাপ আমার,তুই খুব সাধারণ হবি!!
0 comments:
Post a Comment