ও ছেলে,তোমার দর্শন কি গো?
তুমিও কি লিখতে পারো?
ও ছেলে তুমি কি নারী বিদ্বেষী ?
ঐ যে কথায় কথায় খোঁচা মারো?
তুমি কি খুব বিরক্ত?নাকি সময়ের কাছে বায়না ধরো?
খুব অভিমানে মাঝে মাঝে লুকিয়ে কাঁদো?
আচ্ছা ছেলে তোমার কি খুব রাগ হয়?
প্রকৃতি থেকে বেড়ে ওঠা প্রাণীগুলোর উপর?
ঐ যে তারা যারা মানুষ বলে নিজেদের আর ভাবে মস্ত আয়ত্ত তাদের পুঁথির উপর?
ছেলে তুমিও কি নিজেকে মানুষ ভাবো?
সামাজিকতায় নিজের অস্তিত্ব দিব্যি হারিয়ে ফেলো?
আচ্ছা ছেলে তোমারও কি বন্ধু আছে?
গভীর রাতে ইংরেজি গানের রিংটনে তোমার ঘুম ভাঙ্গে?
মুঠো ফোনের ওপাশ থেকে কেউ বলে?আমার রাজপুত্র কেমন আছে?
ও ছেলে!তুমিও কি ভালো থাকো?
সবার সাথে হাসো-গাও আর ফুর্তি করো?
আচ্ছা!তুমিও কি জীবন নিয়ে ভাবো?
নাকি খুব হতাশায় হাঁসির গভীরে কষ্ট ঢেকে রাখো?
এই যে ছেলে তুমি কি খুব গোছালো?
নাকি শরীর ভরা থাকে কাঁচা রোদের গন্ধ?আর একটু অগোছালো?
ছেলে তুমি কি খুব সাধারণ?
নাকি অসাধারন হওয়ার ভীরে এই প্রকাণ্ড পৃথিবীতে তুমিও একজন?
আচ্ছা বলতো?এই অসাধারণ কি তোমার চোক্ষে লাগে?
নাকি তুমি বড্ড সেকেলে!থেকে গেলে ঐ সময় স্রোতের বিপরীতে?
তুমি বোধহয় স্বপ্ন দেখো!
আচ্ছা স্বপ্ন বোঝো?নাকি সকাল হলেই বিছানা ছেড়ে প্রতিযোগিতায় নামো?
আবার বেলার শেষে ঘরে ফেরো,রঙ্গিন টিভিতে রমরমা হিন্দি মুভি দ্যাখো?
ও ছেলে!তুমিও কি ভালোবাসো?ভালোবাসতে জানো?
নাকি সুযোগ বুঝে নীল ছবি আর সুযোগ পেলে লিটনের ফ্লাটে হামলে পরো?
ও ছেলে তুমিও কি মানুষখেকো?
আচ্ছা?তোমারও কি মরণ হবে?
নাকি ভাবো এই যাত্রায় বেঁচে গেলে বেশ ভালোই হতো?
পৃথিবীর মায়া কি তোমায় ধারণ করে?
নাকি মায়া তুমি গেন্না করো?
0 comments:
Post a Comment