খোলা আকাশের নিচে দাঁড়াতে ভয় পাই
যদি বাতাস এসে তোমার স্মৃতিগুলো উড়িয়ে নিয়ে যায়!
বৃষ্টিতে ভিজতে ভয় পাই
যদি তোমার প্রতিটি ছোয়া ধুয়ে-মুছে যায়!
কি হবে তখন বলতে পারো?
আজ কারো বুকে মাথা রাখতে ভয় করে
যদি তোমার হৃদস্পন্দন যাই ভুলে!
একলা গোধূলির রঙ দেখার সাহস করি না
যদি ভুলে যাই তোমার আবেদনের রঙ্গে রাঙ্গানো চোখদুটা !
আমি এখন আর রাত জাগি নাহ
যদি ভুল করে বাদ পরে যায় তোমায় নিয়ে সপ্ন দেখা!
কি হবে তখন বলতে পারো?
পাখির ডাক্ শুনলে কান চেপে রাখি
যদি তোমার কণ্ঠের সুর ভুলে যাই?
কৃষ্ণচুড়া গাছটার সামনে দাঁড়াই নাহ
যদি তোমার শরীরের গন্ধ ভুলে যাই?
সেই কবে থেকে সিগারেট জ্বালাই নাহ
যদি তোমার,আমার ঠোঁটে একে দেয়া আলপনাটাই ভুলে যাই!
কি হবে তখন বলতে পারো?
তুমি আমার স্বল্প জ্ঞান
ঘুম থেকে যে জাগতে হয়
এই সাধারণ জ্ঞানটি ভুলে যাওয়ার ভয়।
তোমাকে ভুলে যাবো কেন?
তুমি আমার প্রয়োজন,
তোমার স্মৃতিগুলো তাঁরই ভাবসম্প্রসারণ।
আর তাই যদি গেলাম ভুলে!
তাহলে কি হবে সারাংশ,সারমর্ম আর আবেদনপত্র লিখে?
0 comments:
Post a Comment