যদি বলতে হয় তোমার কথা
তবে বলেই দিবো তুমি ভালো নাহ।
বলতেই হয় যদি তোমার বিবরণ
বলে দিবো তুমি পরী নাহ।
তুমি সেই মাটিতে পরে থাকা কৃষ্ণচুড়া
তুমি শেষ বিকেলের ক্লান্তিভরা রোদ,
তুমি সাদা কালোয় মেশা সেই টেলিভিশনটা
তুমি সবার মাঝে ডুবে থাকা বিসন্নবোধ,
তুমি ঝড়ের আগের সেই আবহাওয়া।
তুমি পরী হতে পারো নাহ,
তুমি তো গ্রামের সেই লাল সাঁরি
আর রঙ ধনুর রঙের চুরি পরা লাজুক মেয়েটা।
তুমি ভালো হতে পারো নাহ,
তুমি তো সেইজন যে একজন মানুষের মৌলিক চাহিদা।
তাই বলব না আর ভালবাসি
কখনই বলব না,
তোমাকে চাঁই তাই কাছে আসি
ভাববো না আর ভাববো না,
তুমি আমার হবে,আমাতেই শেষ হাসি।
0 comments:
Post a Comment