একদিন কবিতার মৃত্যু ঘটবে
আশা,শান্তি,ভাবনা নামক অবাস্তব জিনিসগুলো,
কালের বিবর্তনে মুখ লুকিয়ে হাসবে
নদীর স্রোত,গাছে পাখি,
আকাশে মেঘ আর বাতাসে মাটির গন্ধ
এরা শুধু্ই ইতিহাস আর উপহাসেই সীমাবদ্ধ থাকবে,
একদিন কবিতার মৃত্যু ঘটবে।
আশা,শান্তি,ভাবনা নামক অবাস্তব জিনিসগুলো,
কালের বিবর্তনে মুখ লুকিয়ে হাসবে
নদীর স্রোত,গাছে পাখি,
আকাশে মেঘ আর বাতাসে মাটির গন্ধ
এরা শুধু্ই ইতিহাস আর উপহাসেই সীমাবদ্ধ থাকবে,
একদিন কবিতার মৃত্যু ঘটবে।
সম্পর্কগুলো অতীত দেখে বর্তমানকে সঙ্গে নিয়ে
ভবিষ্যৎ এ হারিয়ে যাবে,
বিবেক নামক বস্তু সংরক্ষিত হবে ইতিহাসে
একদিন কবিতার মৃত্যু ঘটবে।।
0 comments:
Post a Comment