তুমি ঘৃণাগুলার বাজার দর কমিয়ে এনেছো,
হ্রাস করেছ এই বুকে ঘৃণার আন্তর্জাতিক মান
তুমি কষ্টগুলাকে দু’হাতে বিলিয়েছো,
মনের শেয়ার বাজারে ধস নেমেছে, কমেছে দাম!
তোমার চোখ-ঠোঁট-হাঁসি-কান্নায় মিশে আছে,
প্রচুর সাজানো-গোছানো অহেতুক মায়া আর ছলনা।
তোমার কথা-অঙ্গভঙ্গি আর চলনে-বলনে
মিশে আছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির সাজানো কথা।
তোমাকে ঘিরে থাকা “তুমি” শব্দটা আজ হয়ে উঠেছে বিধ্বংসী!
শতাব্দীর পর শতাব্দী মনশাসনে তোমাদের নিবিড় উন্নতি!
ঠিক তোমাকে ভেবে যখন আমি গাঁঢ় পাগল,
তখন ময়ূরের চলনে,গোধূলীলগ্নে আমি তোমাতেই বিভোর,
আর তুমি ছিলে গভীর সাধনে,
অভিনয় তোমার শিখতেই হবে,
মানব মস্তিষ্কে কষ্টের চাষ তোমার করতেই হবে।।
আজ সে ফসলের দাম পরে গেছে,
কমে গেছে মান,চাহিদাও মিটে গেছে,
বাজারে এসেছে নতুন “তুমি”
খুব অল্প দামে,কখনো কখনো বিনা মূল্যে
বিশ্বাস করো,
আমি ঠিক আগের মতই বিশ্বাস করি এই “তুমি” কে।।
0 comments:
Post a Comment