আমি রোজ জেনে যাচ্ছি,জেনেই চলেছি রাজ্যের সব ঘটনা,
আমি রোজ ভুলে যাচ্ছি,ভুলেই যাচ্ছি কেমন ছিল প্রথম দেখায় তারা,
আমি রোজ জড়ো করছি,তৈরি করছি এক বিশাল কষ্ট জমা রাখার কারখানা।
আবার এই আমিই রোজ বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে কুড়াই বহু আনন্দগাথা!
আমি রোজ অবাক হই,রোজই চোখ কপালে তুলে বলি,একি!কি করছে তারা!!!
তারপর আমি রোজ বিরক্ত হই,নাহ এটা হতেই পারে নাহ!
আমি প্রতিদিন শরীর গন্ধে বসত করি,
আসে নতুন ভালো লাগা,আবার নতুন কোন এক বিরক্ততা।
আমি প্রতিক্ষণ উচ্ছলতায় পলক ফেলি
আর দেখে বেড়াই এক পৃথিবী মানুষের আত্ম-কথা,
আমি প্রতিদিন এক সু-বিশাল পৃথিবী নিয়ে চলি,
যে পৃথিবী এখন আর রাত হলে চোখে দেখে নাহ!
রাত’রা রাতে হয়তো আর কখনই কথা শুনবে নাহ!!!
পৃথিবী এক আজব ধাঁধাঁ মিলে গিয়েও মিলে যায় নাহ দাদা!
0 comments:
Post a Comment