আমি শুধুই তোর শরীর ভালোবাসি,
মনটাকে তো বাসি নাহ।
জানিস তো আমি এখন চশমা পরি,
কই তারপরও তো তোর মনটা দেখা যায় নাহ?
মনটাকে তো বাসি নাহ।
জানিস তো আমি এখন চশমা পরি,
কই তারপরও তো তোর মনটা দেখা যায় নাহ?
আমি শুধু তোর শরীর ভালোবাসি,
মনটা কে তো বাসি নাহ!
জানিস,আমি কানে শুনতে পাই,
তোর বক্ষে মাথা রেখে হৃৎপিন্ডের ধুক-ধুক শব্দ শুনতে চাই,
কই তোর মন তো আওয়াজ করে নাহ!
মনটা কে তো বাসি নাহ!
জানিস,আমি কানে শুনতে পাই,
তোর বক্ষে মাথা রেখে হৃৎপিন্ডের ধুক-ধুক শব্দ শুনতে চাই,
কই তোর মন তো আওয়াজ করে নাহ!
আমি তোর শরীর ভালোবাসি,
মনটারে যে বাসি নাহ!
জানিস তো,আমি বর্ণান্ধ নই,
কই বল তোহ?তোর মনের রঙ কই?
মনটারে যে বাসি নাহ!
জানিস তো,আমি বর্ণান্ধ নই,
কই বল তোহ?তোর মনের রঙ কই?
আমি তোর শরীর ভালোবাসি,
মনটারে যে বাসি নাহ!
তোর শরীর ঘ্রানে মাতাল আমি,
দয়া করে বলেই দেনা,কই তোর মনের ঘ্রানের ঠিকানা?
মনটারে যে বাসি নাহ!
তোর শরীর ঘ্রানে মাতাল আমি,
দয়া করে বলেই দেনা,কই তোর মনের ঘ্রানের ঠিকানা?
বাহ!
ReplyDeleteধরা ছোঁয়ার বাইরে যে মন
তাকেই খোঁজার তাড়না;
মন কি তবে সত্যি আছে?
নাকি কবির নিছক কল্পনা?