যদি আরও একটু অন্ধকার যোগ করি, আমার অন্ধকারে?
তবে কি আলোর দেখা পাবো?
যদি আরও একটু ক্ষত মিশে যায়, জীবনের বিষ ফোরায়?
তবে কি ক্ষয় রোধ হবে, অসুখ সারবে জীবনের?
সেদিন নাহয় আরেকটু ঘুমালাম,
আর ও একটু বিশ্রামে থাকলাম!
হাতে কোন কাজ থাকলো না
কোথাও যাবার তাড়া থাকলো না!
তবে! তবে কি জীবন গতি ফিরে পাবে?
নতুন রঙে নতুন সূর্যে আবার চমকাবে?
ফেলে আসা সম্পর্কের উপর ভ্রমর আবার বসবে?
সুখের কাক কি সকালে এসে ঘুম ভাঙ্গাবে আমার?
আমার জানালার পর্দাগুলো ভিজবে! অবেলার বৃষ্টিতে?
জোছনার আলোরা খুব লুকিয়ে আসবে আমার ঘরে?
যদি আরও একটু অন্ধকার যোগ করি আমার অন্ধকারে!
তাহলেই বোধহয় আলোর দেখা মিলবে!!!
0 comments:
Post a Comment