• নিজ জীবদ্দশায় নিজের মৃত্যুর শোকগাঁথা।।

    এই পৃথিবীর নেশা আমায় মাতাল করতে সক্ষম হয়েছে, আমি মরতে চাই না,বাঁচতে চাই, হাঁসতে চাই -- স্যার জুবায়ের।

    হ্যা ঠিক শুরু থেকেই এভাবেই বলতেন দেশবরেণ্য লেখক জুবায়ের হাসান শাকিল। গতকাল রাত ০৩.০২ মিনিটে তিনি বান্দরবানের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। পরিবারের সবার উপস্থিতিতে পৃথিবীকে বিদায় জানান বলে জানিয়েছেন লেখকের সহধর্মনী।

    মৃত্যুর ঠিক আগে মূহুর্তেও লেখক নিজের বারান্দায় বসে পূর্ণিমা দেখছিলেন এর একটু পরেই তিনি বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন তিনি এবং সাথে সাথে বিদায় জানান প্রিয় পৃথিবীকে। লেখকের বাবার নাম মোঃ ইউনুস আলী (১০৪) ও মায়ের নাম সানজিদা আলী (৯৯) তারা জানান, লেখক তার জীবনের শেষের দিকে অনেকটা খুশিই ছিলেন। লেখকের কোনো সন্তান ছিলো না।লেখক তার নিজ এবং সহধর্মিণীর ইচ্ছা পোষণে সন্তান নেন নি

    এদিকে পরে লেখকের ডাক্তারের কাছে জানা যায় লেখকের ফুসফুসে সমস্যা ছিলো অনেক আগে থেকেই সেই অনুযায়ী চিকিৎসাও চলছিলো কিন্তু শেষ প্রতিযোগীতায় আমরা লেখককে বাচাতে পারলাম না। এদিকে লেখকের মৃত্যুর সংবাদে পুরো জাতি আজ শোকাহত। লেখকের ভক্তরা অনেকেই জড়ো হয়েছেন লেখকের ধানমন্ডির বাসার সামনে। এদিকে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধীদলীয় নেতাসহ অনেকেই লেখকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এবং সরকার তার মৃত্যুতে আগামী তিনদিন রাষ্ট্রিয় শোকদিবস ঘোষণা করেছে। ।


    লেখকের পরিবার হতে জানানো হয়েছে লেখকের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে তার বান্দরবানের বাগান বাড়িতে সমাহিত করা হবে। কিন্তু ভক্ত ও অনুরাগীদের কথা বিবেচনা করে আগামীকাল সন্ধ্যায় তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। সকলেই তার জানাজায় অংশগ্রহণ করতে পারে জানাজা বাদ মাগরিব জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। এদিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা জানান লেখকের জানাজা উপলক্ষে এইদিন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

    লেখক জুবায়ের হাসান ২৫ বছর বয়সে একুশে পদক পুরুস্কিত হন। সেবছরই তার প্রথম কবিতার বই “মধ্য দুপুর” একুশে বই মেলায় প্রকাশিত হয়। বইটি বিপুল সাড়া ও পায়। এরপর তার লেখা অন্যমানুষ, দূর পথের যাত্রা, জনাব সেলিম নামের ছোটগল্পগুলো বাংলা সাহিত্যে অমরত্বের জায়গা তৈরি করে নেয়। এছাড়া তিনি "ও ছেলে, প্রাণহীন প্রাণ, মৃত্যুর অপেক্ষা নামের জনপ্রিয় কবিতাগুলোর লেখক। তার "ও ছেলে" কবিতাটি এখন ৭ম শ্রেণীতে পড়ানো হয়। তিনি মোট ৩৮ কবিতার বই ও ৫৮ টি ছোটগল্পের বই লিখেছেন ।

    বাংলা সাহিত্যে যখন হাল ধরার কেউ ছিলো না তখন তার নৈন্দনিক লেখায় ও অসাধারণ লেখনী পাঠকদের আকৃষ্ট করে রেখেছিলো । সেই সময় তার সুনাম দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিলো তার লেখা দুটি বই Still I am alive & Sunshine মোট ৬টি ভাষায় অনূদিত হয়েছে। মৃত্যুর কিছুদিন আগে লেখক এক সাক্ষাৎকারে বলেন- "যদি ঘুমের নাম মৃত্যু হয় তাহলে আমি মরতে রাজি কিন্তুু এই মাতালকরা ধরণী আমায় ভুলতে পারবে না কথা দিচ্ছি ।


    আজ নেই সেই মুখে হাসির মাতম ধরে রাখা মানুষটি ।। 100+ Sad Pictures · Pexels · Free Stock Photos
  • 0 comments:

    Post a Comment

    LET'S DISCUSS MORE

    Inquries regarding any service?please fdeel free to reach out!

    Powered by Blogger.
    নাহ আমি কবি না,কবি হতেও চাই নাহ! আমি তো শব্দ প্রেমিক,শব্দ পথিক; কবি হওয়া আমায় টানে না আমি যে শব্দ শ্রমিক।।

    About Me

    My photo
    আমি অন্য কিছু নই আমি সবাই।

    তোমার বিবরণ।।

    ADDRESS

    Dhaka,Bangladesh

    EMAIL

    contact-mdjubayerhasanshakil@gmail.com

    Mobile

    contact-
    +8801676805001