একটা সময় ঐ চোখদুইটা দেখলে
শান্তি লাগত খুব!
এখন আর শান্তি লাগে নারে,
খুঁজি আমি ঐ চোখ দুইটারে।
কথাতে ভীষণ মায়া জাগতো,
শরীর ভরা বন্য ফুলের গন্ধ
এখন আর সেই মায়া জাগে নারে,
খুঁজি আমি ঐ গন্ধ’টারে।
ঐ হাঁসিতে আমি হাঁসতো,
আর অভিমানে ভরা বর্ষা আসতো
এখন আর আমি হাঁসে নারে,
প্রচণ্ড রোদে বৃষ্টি আসে নারে।।
অপেক্ষা’রাও আশায় থাকতো
আত্মা আমার দেহে আইবো,
দেহ এখন আর আশায় থাকে নারে
আশা গেলো বৃন্দাবনে!
0 comments:
Post a Comment