দর্শনেন্দ্রিয় তোমারেই ধারণ করতে চায়,
আর সেই তুমি হায় আজ অভিমানের নৌকায়!
মহাকাল থেকে ছিনিয়ে নেয়া সময় বৃথা চলে যায়,
আর তুমি বল আমি এখন বেশ আছি আমার লজ্জায়!
ইচ্ছে ছিল অক্ষিকোটরে বেঁধে রাখব সম্পূর্ণ তুমিকে!
নানান রঙ্গে ভিন্ন আলোয় বিভিন্ন সময়ে দেখব তোমারে,
দেখব রোদের বিপরীতে তোমার শান্ত হাঁসি,
দেখব অন্ধকারের মদ্ধে জ্বল জ্বল করে জ্বলতে থাকা তোমার আঁখি,
গোধূলির শেষ আলোয় দেখব তোমার মদ্ধে বয়ে যাওয়া শীতল নদী,
ভরা পূর্ণিমায় যে নদীতে জোয়ার আসবে সাজবে তুমি অন্য সাঁজে!
আবার প্রচণ্ড ঝড় শেষে নিদারুণ স্তব্ধতায় তুমিই আমার শব্দ হবে।।
আমি দেখে যেতে চাই তোমার ভিতরের নীলবন্দরটাকে
যেখানে অবাধে বিচরণ করবে আমার দর্শনেন্দ্রিয় সবখানে,
তোমার শরীরে পথে আমি পরিচিত হতে চাই আজন্ম পথিক হিসেবে,
খুব দুক্ষে আমি তোমারে দেখতে চাই, দেখতে চাই খুব সুখে!
মাটির কাছে দাবি আমার চক্ষু যাতে সংরক্ষিত থাকে,
সেই চোক্ষে তোমার বাসা তোমায় নিয়া স্বপ্ন আঁকা!
তোমারে দেখতে গিয়ে হয় যদি জেল-জরিমানা
আমি হতে রাজি আজীবন কয়েদি তাও তোমারে দেখা ছাড়বনা!
দর্শনেন্দ্রিয় তোমারেই ধারণ করতে চায়,
আর সেই তুমি হায় আজ অভিমানের নৌকায়!
মহাকাল থেকে ছিনিয়ে নেয়া সময় বৃথা চলে যায়,
আর তুমি বল আমি এখন বেশ আছি আমার লজ্জায়!
0 comments:
Post a Comment