• সন্ধ্যা।।

    এই সন্ধ্যা, এই যে শোনো
    তারে আমার বার্তা দিও, আদর দিও, সোহাগ দিও,
    অল্প কিছু জোনাক দিও,
    একটা ফাল্গুনী বৃষ্টির কদম আর এক কাপ ধোঁয়া ওঠা চা দিও।।
    এই সন্ধ্যা এই তোহ শোনো
    তার সন্ধ্যে বেলায় সোডিয়ামের আলো হইও,
    এক চামচ পাগলামিতে একটা মিষ্টি হাসি হইও,
    স্রষ্টারে তুমি বুঝায় বইল, জীবনে তার উল্লাস হইও,
    চাপা উত্তেজনার পর প্রশান্তির আকাশ হইও,
    চৈত্রের রোদের মধ্যে আউলা-বাউলা এক বাতাস হইও
    সন্ধ্যা, তুমি শুধু তারই হইও।

    আচ্ছা সন্ধ্যা তোমারে যদি দায়বদ্ধতায় বাইন্ধা রাখি?
    মুক্তির পথ একটাই তার জন্য তুমি আলাদীনের দৈত্য হবা,
    তার ইচ্ছা-অনিচ্ছা পূরণের সময় হইবা,
    কোন এক প্রবল শীতে প্রেমিকের বুকের উষ্ণতা দিবা,
    আবার ধর, তুমিই তার খুঁটি হইলা,
    সে পইরা যাওয়ার আগে হাত চাইপ্পা ধরলা,
    তার দ্বিধাদণ্ডের বেলায় সাহস হইলা,
    চোক্ষের পানি মুইচ্ছা দেয়ার আবেগী দুইটা হাত হইলা।
    নির্ভরশীলতার কাঁধ হইলা।।

    সন্ধ্যা খুব মনোযোগ দিয়া শুনো,
    তুমি তারে দেইখা রাখবা,
    সে জেনো কষ্ট না পায় লাগলে তুমি জোকার হইবা,
    তারে নিয়া ঘুরতে যাইবা,
    আকাশ, পাহাড়, সমুদ্র সব দেখাইবা
    জঙ্গলে ঝি ঝি পোকার ডাক শুনাইবা
    নিস্তব্ধতায় উচ্ছলতার শব্দ হইবা।
    এই সন্ধ্যা, তুমি কিন্তু তারে ভালোবাসবা।।Image may contain: 1 person
  • 0 comments:

    Post a Comment

    LET'S DISCUSS MORE

    Inquries regarding any service?please fdeel free to reach out!

    Powered by Blogger.
    নাহ আমি কবি না,কবি হতেও চাই নাহ! আমি তো শব্দ প্রেমিক,শব্দ পথিক; কবি হওয়া আমায় টানে না আমি যে শব্দ শ্রমিক।।

    About Me

    My photo
    আমি অন্য কিছু নই আমি সবাই।

    তোমার বিবরণ।।

    ADDRESS

    Dhaka,Bangladesh

    EMAIL

    contact-mdjubayerhasanshakil@gmail.com

    Mobile

    contact-
    +8801676805001