মধ্য দুপুর।।
একটা স্নিগ্ধ দুপুর,
একটা ছেলে একটু একা,
বিষণ্ণ হাঁসি ঠোঁটে ঝুলা,
অগ্নিশলাকায় পুড়ে যায় কষ্ট কথা;
পার্কের প্রকৃতিতে সুখ খুঁজে যায় চোখ,
সবুজ কুড়ায় আর ভুলে যায় বারবার দালানকোঠা।
একটা স্নিগ্ধ দুপুর
একটা ছেলে একটু একটা।
একটা অলস দুপুর
এক বৃদ্ধ পার্কে বসা,
জীবন থেকে পেয়েছে অনেক হারিয়েছে শুধু প্রিয় মানুষটা,
নতুন মুঠোফোনে পুরানো গান আর সামনে এক কাপ চা,
আদরের কাঠের ফ্রেমের চশমা একটু অবহেলায় ধুলো জমা,
কালো কালিতে সে শব্দ শ্রমিক জীবনটা খুব সাদা-মাটা!
একটা অলস দুপুর
এক বৃদ্ধ পার্কে বসা।
একটা রোদেলা দুপুর
এক মধ্য বয়সী নারী নিয়ে উচ্ছলতা,
মায়াবী ঠোঁটে হাঁসির আলপনা,
ছেলে করছে বিদ্ধালয়ে পুথিপাঠ আর স্বামীর নিজের ব্যাবসা,
পার্কে তার সাথে কয়েজন,জমেছে আজ নারীদের আড্ডা,
ছেলের ছুটি হলেই ফিরবে নিজ দালানে,ভালোই যাচ্ছে সংসারটা,
একটা রোদেলা দুপুর।
একটা চুরি করা দুপুর
একদল ছেলে মেয়ে একটু ভিন্ন চিন্তা,
পার্কের ছাউনি তাদের দখলে পকেটে মানিব্যাগ মোটা,
ইংরেজি গালাগালি,বাংলা শুনে হাসাহাসি,
জীবন ঘেরা যন্ত্রে যন্ত্রে,তবুও জীবনের খোঁজে প্রতি মাথা,
স্বপ্ন সময় পার হয়ে যায় কলেজের গলায় ছুটির ঘণ্টা,
একটা চুরি করা দুপুর।
একটা লাভহীন দুপুর
কেউ বলে থার্ড জেন্ডার কেউ বলে হিজড়া!
আজ পার্কে মানুষ তেমন নেই
টাকা উঠাবে ওষুধ কিনবে,সর্দারনীও নিবে কিছুটা,
অবহেলিত নাকি অভিশপ্ত ভাবে তার পরিচয় কোনটা?
এদিকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিচ্ছে সামনের আশরাফুল মাখলুকাত’রা।
একটা লাভহীন দুপুর।।
একটা মধ্য দুপুর
এক পৃথিবী মানুষের আলাদা আলাদা চিন্তা,
কেউ ভাবছে,কেউ ভাবাচ্ছে,কেউ হাসছে কারো মুখ কান্না কান্না,
কেউ স্বজন হারা কেউবা সজনী বিনা,
জীবন একটা স্বপ্নের কারখানা,আর দুপুর একটা বাহানা
রোজ মানুষ স্বপ্ন কিনে আর কিছু স্বপ্ন মারা যায় যত্ন ছাড়া,
একটা মধ্য দুপুর।। Notes
0 comments:
Post a Comment