দুইটা চাঁদ।।
ঐ যে ঐ গাছের ওপারে নগর লুকিয়ে,
শ্যামল সভ্যতার সীমান্তে যন্ত্রের রাজ্য দাঁড়িয়ে!
মাটির রাস্তাগুলো যেন খুব প্রবীণ,
পিচঢালা রাস্তার আলকাতরা’রা নবীন!
পৃথক দুটি সভ্যতায় রোজ দুইটা চাঁদ ওঠে,
এক সভ্যতা রঙ্গিন ব্যাপক আলকাতরা যার ঠোঁটে।
আরেকজনের সবুজ শাড়ি, শাড়ির উপর ফুল বাহারি!
রাইতের বেলা জোনাক জ্বলে ঝিঁঝিঁর ডাকে ঘুমের বাড়ি।
অন্যজনা ব্যস্ত ভারী রাস্তায় চলে কোটির গাড়ি,
আপন হৃদয় রাইখা বাড়ি শরীর সাজে বিনোদিনী!
দামী রেস্তরাঁয় যৌবনের ঢলে সন্ধ্যা নামে
প্রতি রাতে ঘুমগুলো জাগে ঘুমের ঘোরে সকাল ঘুমে!
এদিক’টাতে প্রদীপের আলোয় সন্ধ্যা আসে;
কইতর ডাকে ভোরের রাইতে;
দুপুর জিরায় গাছের ছায়ায়,
শহর’টাতে টাকা উড়ে বিবেক’টারে কেইবা চেনে?
শীতের দিনে হিটার আছে গরমে তো এসি চলে
এই শহরে শান্তি অনেক, সস্তা জিনিস বাজারে বিকে!
দুঃখ সবার বুকের ঘাটে জাহাজ ভিরায় দিন দুপুরে।
ঐ যে ঐ সীমান্ত’টায় যুদ্ধ চলে
0 comments:
Post a Comment