দাদা,আমি বোধহয় প্রেম বুঝি নাহ!
নাহ ঠিকই আছে আমি ভালবাসতেই জানি নাহ!
জন্মের সময় কান্নাই থামেনি,
তাই বোধহয় মুখে মধু পরেনি।
নাহয় আমি কেন বুঝি না আমার ও যে নীড় দরকার!
দরকার শান্ত হয়ে দু-দণ্ড একি আঁচলে মুখ মোছা
নাহ একদম ঠিক আমি বোধহয় প্রেম বুঝি নাহ।
বহু দেখি;আসলে দেখতে চাই নাহ!
তবু দেখি আবার এড়িয়ে ও যাই!তাও চোখে পরে,
মেয়েটা আসলো ছেলেটার মন আলতো হাঁসিতে মাতাল হল,
আবার বড়ই অভিমানে মুখোমুখি বসা মুখে কথা ছাড়া।
এটাতেও নাকি বড্ড সুখ!কই আমি তো বুঝি না!
তবু দেখি,আসলে দেখতে চাই ও নাহ!
এড়িয়ে গিয়ে ও বারংবার দেখে ফেলি,কিন্তু দেখতে চাই নাহ।
আমি ও হাঁসতে চাই,প্রেয়সীকে নিয়ে ভাবতে চাই,
আবার চাই নাহ!মায়ার শিকলে আটকে পরার ভয় পাই।
মেয়েটি আজ শারীতে,অসম্ভব সৌন্দর্য চুয়ে-চুয়ে পরছে,
ছেলেটির আসাতে পরিবেশটা কেমন প্রেমময় মোড় নেবে!
এইগুলো সবই আমি অনুভব করতে চাই,আবার চাই নাহ!
মরিচিকা ভেবে দূরে সরে যাই,ধরা আমি দিচ্ছি নাহ!
দাদা,আমি বোধহয় প্রেম বুঝি নাহ!
“প্রেমিকা” শব্দটি হয়তো আমার পছন্দ নাহ আমি নিতে পারি নাহ;
দাদা,আমি বোধহয় ভালবাসতেই জানি নাহ!
“তুমি” শব্দটি আমাকে কারোর প্রতিচ্ছবি দেখায় নাহ!!!
0 comments:
Post a Comment