আজ বাধন খোলো খোপার,উড়াও কেশ বাতাসে
কেশবতী আমি হাড়াবো ঐ দীঘল কালো রেশমী অরণ্যে
অলকগুচ্ছ ছেড়ে দিয়ে,উড়াও হাওয়াতে
আমি ফের মাতাল হব তার সুগন্ধিতে!!!
আজ বাঁধন খোলো খোপার।
কেনো বেধে রাখো জলপ্রপাতের চঞ্চল ঢেউয়ের মতো আচড়ে পরা কুন্তল?
যাতে থাকে অকারণ ছড়িয়ে থাকা বন্য ফুলের গন্ধ,
আচড়ে আচড়ে পরে বারংবার আহা কি ভয়ংকর সৌন্দর্য,
কেনো লুকিয়ে রাখো!ঢেকে রাখো ঐ উচ্ছল কুন্তল?
আজ খোলোই নাহ বাঁধন্ খোঁপার!
ঘন চিকুরের লুকোচুরি,
মোটা ফ্রেমের আখি দুটি।
আঁকতে পারি নিবিড় সুন্দরতা এক একটি,
তোমার কেশের বর্ণনা আজ আমি দিতে পারি।
ভেবেছিলাম একটি কবিতা লিখবো
তোমার রূপের নয় চুলের বর্ণনায়,
ভুল হয়ে গেল আরও কিছু লিখার ছিল
নাহ মনকে আজ রেখে দিলাম সান্তনায়!
কিছু কিছু ভুলও নাকি ভয়ংকর সুন্দর হয়!!!
কেশবতী আমি হাড়াবো ঐ দীঘল কালো রেশমী অরণ্যে
অলকগুচ্ছ ছেড়ে দিয়ে,উড়াও হাওয়াতে
আমি ফের মাতাল হব তার সুগন্ধিতে!!!
আজ বাঁধন খোলো খোপার।
কেনো বেধে রাখো জলপ্রপাতের চঞ্চল ঢেউয়ের মতো আচড়ে পরা কুন্তল?
যাতে থাকে অকারণ ছড়িয়ে থাকা বন্য ফুলের গন্ধ,
আচড়ে আচড়ে পরে বারংবার আহা কি ভয়ংকর সৌন্দর্য,
কেনো লুকিয়ে রাখো!ঢেকে রাখো ঐ উচ্ছল কুন্তল?
আজ খোলোই নাহ বাঁধন্ খোঁপার!
ঘন চিকুরের লুকোচুরি,
মোটা ফ্রেমের আখি দুটি।
আঁকতে পারি নিবিড় সুন্দরতা এক একটি,
তোমার কেশের বর্ণনা আজ আমি দিতে পারি।
ভেবেছিলাম একটি কবিতা লিখবো
তোমার রূপের নয় চুলের বর্ণনায়,
ভুল হয়ে গেল আরও কিছু লিখার ছিল
নাহ মনকে আজ রেখে দিলাম সান্তনায়!
কিছু কিছু ভুলও নাকি ভয়ংকর সুন্দর হয়!!!
0 comments:
Post a Comment