রোদ্দুর আকাশে মেঘের দেখা নেই,
বাস্তবতাকে কাঁধে নিয়ে আমি একলা পড়ে রই,
নস্য মনে বন্ধু তোরা দিয়েছিলি আলো,
তোদের হারিয়ে জীবন আবার গেলো বদলে গেলো
বন্ধু তোরা যাস না বহু দূরে,
সুরে বাঁধা যতো গান থাকবে না আর সুরে।
স্কুলের এর গণ্ডিটা পার হয়ে গেল,
কলেজ শুরু হল শেষ হয়ে এলো..
হারানো প্রেমের স্রিতি আজ ঝাপসা হয়ে যায়,
সোনালী সেই দিনের কথা আবার মনে পড়ে যায়....
বন্ধু তোরা আছিসরে কোথায়?
সাজানো কবিতা আজ আবার ছন্দ হারায়।
সবাই একসাথে আড্ডা দেয়ার দিন,
বেসুরো গলায় গান গাই সারাটি দিন
লুকিয়ে লুকিয়ে এক জন অপরের খারাপ বলে যাই,
মুখে আছে গালি কোনো ভালো ভাষা নাই.
বন্ধু তোরা যাস না আমায় ছেড়ে,
চোখগুলোও দেখ আজ তার নিজ সুরে কথা বলে।
0 comments:
Post a Comment