হঠাৎ একদিন তপ্ত রোদ ঘেসে
বৃষ্টি হয়ে নেমেছিলে তুমি মেঘের আড়াল হয়ে,
বয়েছিলে দখিনা হাওয়া হয়ে
আমার চুলগুলো এলোমেলো হয়েছিল তবে!
একদিন জোছনা ছড়িয়েছিলে
আমার চিলেকোঠার ছাঁদে,
ঘরের টিনের ফাঁকে ফাঁকে
গেয়েছিলে ঘুমপাড়ানির গান
মাথায় হাত বুলিয়ে আর গভীর ভালোবাসা নিয়ে!
একদিন শহরের যান্ত্রিকতা ভুলিয়েছিলে
গ্রাম বাংলার বধূ বেসে,
আলতা আর চুড়ির রুঞ্জনিতে!
দেখিয়েছিলে সপ্ন একটি কুড়ে ঘর আর ৩টি মানুষের,
সেদিন ভুলে গেছিলাম তাদের সম্পর্কের নামকরণ করতে!
সেদিন সুগন্ধী হয়ে আমাতে মিশেছিলে
জরিয়ে বুকে চরম উষ্ণতার শেখড়ে!
হঠাৎ নিজ গন্ধ হারিয়েছিলাম,
তোমার তুমিতে আবার নতুন করে।
আর বলেছিলাম তুমি শুধু ভালোবাসা নও মোর,
তুমি আছো বিশ্বাস আর প্রার্থনার জায়গাটাতে।
0 comments:
Post a Comment