মাঘ মাসের পড়ন্ত বিকেল,আকাশের সাথে সূর্যের কিছুটা কথা কাটাকাটি হয়েছে বলে আকাশের মুখ কালো,টিপ-টিপ বৃষ্টি ও পড়ছে। রমনা পার্কের কোনো এক ভেজা বেঞ্চে রুদ্র বসে আছে,আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত নিকোটিন আরেক হাতে কড়া লিকারের ধুঁয়া ওঠা গরম চা। রুদ্র বসে বসে বৃষ্টিতে পুকুরের গোছল করা দেখছে আর ভাবছে চশমা পরার একটি বড় বাজে দিক হচ্ছে বৃষ্টিতে চশমা ঘোলা হয়ে যায় কিছু ঠিক মতো দেখা যায় নাহ্।
হঠাৎ রুদ্রের মা মুঠোফোনের মাধ্যমে রুদ্রকে বাহিরের প্রচন্ড শীতের কথা স্মরণ করিয়ে দেয়। ঠিক তখনি রুদ্রর প্রচন্ড ঘোর কেটে যায় আর সে অনুভব করে সে শীতের কাপড় পড়েনি এবং ততক্ষনে সে কাক-ভেজা। হাতের ব্যাগগুলো নিতে নিতে হঠাৎ তার কি যেন মনে হয়!আর সে তার পায়ের জুতাগুলা খুলে ঐ ব্যাগে ভরে খালি পায়ে ইটের ভেজা রাস্তা দিয়ে হাটতে থাকে আর মলিন হাসে এই ভেবে যে আজ এই প্রচন্ড শীতে তাকে জড়িয়ে ধরে উষ্ণতা উপহার দেয়ার মতো কেউ নেই,
কোথাও কেউ নেই।
0 comments:
Post a Comment