তোমাকে হারিয়ে ফেলছি প্রতিনিয়ত,
হারাচ্ছি প্রতিটাদিন,হারাচ্ছি প্রতি মুহূর্ত।
শেষ কবে তোমাকে হারাইনি বলতে পারো?
সেই চঞ্চল একজোড়া হাসি তার উজ্জ্বলতা শেষ কবে হারায়নি বলত?
তোমার অস্তিত্ব কেমন জানি বিলীন হচ্ছে প্রতিক্ষণ!
হারিয়ে ফেলছি নিজেকে,ক্ষয় হচ্ছে জীবন।
কী দারুণ ভুল করে বসলাম আমি!
আলাদাই বা কবে ছিলাম আমি আর তুমি?
কিছু ভুলও নাকি ভয়ংকর সুন্দর হবার ক্ষমতা রাখে,
এটা কি তুমিই বলেছিলে?
আমার সাদা-কালো পৃথিবীর শেষটুকুও আমি বিলিয়ে দিচ্ছি,
তোমায় হারানোর নঘ্ন-সত্য নৃত্য এদুচোখে আজলা ভরে দেখছি।
আশা টাকে বলেছি বুকটা শক্ত করে জড়িয়ে ধরতে,
আমার পৃথিবীটা আজ কেন যদি আর কিন্তু’র সমন্বয়ে?
হারিয়ে যখন যাচ্ছই শুনে যাও শেষ অভিনামটুকুও,কীহ! শুনবে?
নাহ!এভাবে আর নাহ,থাক দরকার নাই তোমাকে!!!
থাকো আমি তোমাকে আর ডাকছি নাহ পিছনে,
তোমার জীবন,তোমার পৃথিবী
কি হই আমি?আমি কে ??
0 comments:
Post a Comment