চলো না আরেকটা গল্প লিখি,
যেখানে আকাশটা হবে আয়না,দেখব আমাদের প্রতিচ্ছবি,
চলো না আরেকবার হারাই,
আমাদের বসবাস হবে উড়নচণ্ডী বাতাসে,দেখো আমরা হাওয়ায় দুলছি!
চলো না আরেকটিবার করি কাঁচা সুখের চাষ,
যেখানে আমি থাকব গাঢ় অন্ধকার,আর তুমি একমাত্র চাঁদ।
চলো না দুজন দুজনাতে হই শেষ,
শেষটা আমার আজো আগের মতই লাগে বেশ।
ও নীলাঞ্জনা!একবার শুনেই যাও নাহ!
কেনো কাটছে না অতীতের রেশ?
নাকি তোমার খেলাই শেষ?
আজ আর জমছে নাহ!
0 comments:
Post a Comment