• গল্পবিতা।।

    ইচ্ছে ছিল না এমন কিন্তু না।প্রচন্ড ইচ্ছে ছিল।করতে পারিনি তো সময় স্বল্পতায়।কোন এক তপ্ত রোদেলা দিনের হঠাৎ অনাকাঙ্খিত মুষলধারের বৃষ্টিতে আমি থাকবো কাঁক-ভেজা......


    জীবনের গতিময় পথে খানিক থমকে দাঁড়িয়ে,
    হঠাৎ করেই চোখ পড়বে তোমার কপালে,
    চার চাকা,আমার শীততাপ নিয়ন্ত্রিত গাড়ির
    জানালার অস্পষ্ট কাঁচ ভেদ করে চোখ পড়বে তোমার কপালে,
    তোমার লাল টিপ দেখে থমকে ব্রেক ধরবো ট্রাফিক সিঙ্গাল ভেবে!!!


    ইচ্ছে যে ছিল নাহ তা কিন্তু নয়!ইচ্ছে ঠিকই ছিল,সময় পেলাম কই?কোন এক বন্ধু মহলে,উত্তাল জমে যাওয়া আড্ডার ভিড়ে কারো খোঁচা মারা কথায় আমার উপর তোমার বেশ ভারী অভিমান......


    বড় আদুরে গলার অভিমানী মেয়ে তুমি,
    বড্ড বে-রশিক ,একটু বদমেজাজী আর সম্পূর্ণ অগোছালো আমি,
    আড্ডাতে পাশে বসে,ইচ্ছে করে আস্তে আস্তে ভুল করার ভানে
    তোমার পায়ের দিকে সেই কখন থেকে
    একটু একটু করে জমতে থাকা তীক্ষ্ণ দৃষ্টি!
    হ্যাঁ!তোমার পায়ের উপর মাথা দেয়ার ইচ্ছেটাই মাথায় ঘুরবে
    আর তোমার ঐ রোগা আঙ্গুলগুলোর ফাঁকে আমার আঙ্গুল জরিয়ে রাখতে!!!


    ইচ্ছে যে হতো না,তা বলছি নাহ।ইচ্ছে হতো।।পারলাম না শুধু সময়ের অভাবে।মাঘ মাসের শুরুর স্নিগ্ধ ফুরফুরে শীতের কোন এক সকালে তোমার হাতে গরম লিকারের ধোঁয়া ওঠা চা......


    চা-য়ে চুমুক দিচ্ছ আর কি জেনো ভাবছ তুমি,
    আনমনে হওয়ার ভান আমার মাঝেও,তোমার দিকেই তাকিয়ে আমি
    ভাবচ্ছি স্রষ্টা বোধহয় ভুল করেই ঢেলে দিয়েছে তোমার সব সৌন্দর্য
    ঐ ঠোঁটে!!! হ্যাঁ,জানি এগুলো নেহাত পাগলামি।
    তোমার চুমুক দেয়া কাপ নিয়ে একটা চুমুক আমিও দিব,হ্যাঁ আমি!
    দেখুক নাহ লোকে,করুক নাহ আমাদের নিয়ে একটু কানাকানি!!!


    সময় ছিল খুব অল্প।তাই হয়তো করতে পারিনি,এছাড়া ইচ্ছে আমার প্রবল ছিল।তীরের দিকে তাকিয়ে থাকা খুব ক্লান্ত ক্ষত-বিক্ষত আমি সাতরাচ্ছি হতাশা আর মরীচিকার সাগরে।হঠাৎ দেখতে পেয়েছিলাম “মায়া দ্বীপ”।অসম্ভব ভয়ংকর রকমের সবুজে ঘেরা।আকাশে উড়তে থাকা স্বপ্ন-রঙা মেঘের দল।ভালো থাকার সুরে গান গাইতে থাকা পাখির কোলাহল......


    প্রচণ্ড ঘাম-ঝরা এক মধ্যদুপুরের শরীর শীতল করে যাওয়া এক ধমকা হাওয়া হয়ে,
    এসেছিলে তুমি,বেঁধে ছিলে বাসা আমার ছোট্ট এই বুকটাতে;
    ধমকা হাওয়া থেকে যে ঝড়ের সৃষ্টি হবে তা ভেবে ছিল কে কবে?
    হঠাৎ এলে তুমি আবার হঠাৎ উধাও হয়ে গেলে!!!
    প্রচণ্ড ঝড়ে উপড়ে পরা গাছ আমি এখন,
    একটু আধটু কুড়িয়ে পাওয়া রসে জীবন নির্ভর,
    তুমি তো বেশ রঙ্গিন এখন,আবার ঠিক আগের উর্বর।
    বেঁচে আছি চিনতে ভালো থাকার পথ,
    শিখছি আমি ভালো থাকা,তোমায় দিচ্ছি আমার ভালো থাকার শপথ
    হ্যাঁ। হয়তো সময়েরই সব দোষ।। The Story in Paintings: So what is a narrative painting? – The ...
  • 0 comments:

    Post a Comment

    LET'S DISCUSS MORE

    Inquries regarding any service?please fdeel free to reach out!

    Powered by Blogger.
    নাহ আমি কবি না,কবি হতেও চাই নাহ! আমি তো শব্দ প্রেমিক,শব্দ পথিক; কবি হওয়া আমায় টানে না আমি যে শব্দ শ্রমিক।।

    About Me

    My photo
    আমি অন্য কিছু নই আমি সবাই।

    তোমার বিবরণ।।

    ADDRESS

    Dhaka,Bangladesh

    EMAIL

    contact-mdjubayerhasanshakil@gmail.com

    Mobile

    contact-
    +8801676805001