২১ মানে শুধু্ই ২১ নয়
২১ মানে আমার তোমার বাংলায় মাতাল।
২১ মানে মায়ের ভাষা
আমার কথা বলা,
২১ মানে ভাইয়ের রক্ত
আমার ডুবে থাকা,
২১ মানে মায়ের কোলে
আমার মাথা,ঘুমপাড়ানির গান শোনা।
২১ মানে আমার চিৎকার
মোদের গর্ব,মোদের আশা,
২১ মানে লাখো কণ্ঠ
একসাথে বাংলায় চিৎকার,
২১ মানে ওদের উপর
আমার,আমাদের ধিক্কার,
২১ মানে তুই,তুমি,তোদের
বাংলার অধিকার।
২১ মানে রফিক,সালাম,বরকতের
মায়ের জন্য ত্যাগ
২১ মানে উত্তাল মিছিলের
বজ্র কণ্ঠ আর আত্তত্যাগ।
২১ মানে শুধু্ই ২১ নয়
২১ মানে তোমাদের সরনে
আমাদের শ্রদ্ধা,ভালবাসা,
২১ মানে আমার বাংলাকে
আমার জরিয়ে ধরা,
আর চিৎকার করে বলা
আমার বাংলা,আমাদের ভালবাসা!
0 comments:
Post a Comment